খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের উদ্যোগে শীতার্ত, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ৮০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলার সাদুল্লাপুর উপজেলার টুনিরচর এলাকা, ফুলছড়ি উপজেলার উড়িয়া গ্রাম এবং গাইবান্ধা পৌরসভা ও সদর এলাকার বিভিন্ন স্থানের মানুষের মাঝে গাইবান্ধা রেড ক্রিসেন্ট কার্যালয়ের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে গাইবান্ধা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান মো. সাহেদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য মো. শহীদুজ্জামান শহীদ, রেবেকা সুলতানা লাবনী, ইউনিট কর্মকর্তা সাইদুর হাসান শাওনসহ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তারা বলেন, তীব্র শীতের কারণে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চরম দুর্ভোগে পড়েছে। রেড ক্রিসেন্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.