খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা নির্মাণাধীন দোতালায় পিলারে রং করতে গিয়ে ৩৩ হাজার ভোল্টে তারে বিদ্যুস্পৃষ্টে রাকিব মিয়া (২২) নামে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা পৌরসভার ৪নং ওয়ার্ড কলেজপাড়ায় দোতালায় রং করার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাকিব মিয়ার খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গ্রামের মাহবুর আলম খাজা ছেলে।
জানা যায়, গাইবান্ধা পৌরসভার ৪নং ওয়ার্ড কলেজপাড়ায় বৃহস্পতিবার দুপুরে মো. সোহেল রানা (৪৫) এর একটি নির্মাণাধীন দোতলায় একটি পিলারে রংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহত রাকিব মিয়াকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। বর্তমানে ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply
You must be logged in to post a comment.