খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের ত্রৈমাসিক সভা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির জেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা সরকারি মহিলা কলেজের স্টাফরুমে এ সভা ও সাহিত্য পাঠের আসর অনুষ্ঠিত হয়।
লেখক ও সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন লেখক ও কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, লেখক সুলতান উদ্দিন আহমেদ, নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ফেরদৌসী জাহান সিদ্দিকা, বিভাগীয় লেখক পরিষদ, রংপুর, গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোদাচ্ছেরুজ্জামান মিলু ও সাধারণ সম্পাদক হাফিজুল হিলালী বাবু, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, অ্যাড সালাউদ্দিন কাসেম ও আব্দুল মতিন আকন্দ।
আলোচনায় হাফিজুল হিলালী বাবু গত ১ ডিসেম্বরে অনুষ্ঠিত রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলনের অভিজ্ঞতা ও অনুভূতি বর্ণনা করে প্রশংসা করেন।
শুরুতে পরিচয় পর্বের পর আমন্ত্রিত অতিথি এবং জীবনঘনিষ্ঠ লেখক ও কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের সভাপতি লেখক সুলতান উদ্দিন আহমেদ এবং রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেলন উপলে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘অরিত্র’ অতিথি লেখক কামরুন্নাহার শিল্পীর হাতে তুলে দেন ফেরদৌসী জাহান সিদ্দিকা।
এ ছাড়াও অনুষ্ঠানে কবিতা পাঠ করেন শাহনাজ পারভীন শেলী, আফরোজা লুনা, নিয়াজ আকতার, জান্নাত মণি, লাভলী সরকার, শিল্পী সরকার, মাসুদ হাসান লিচু, নিশাত পারভীন বর্ণা, রিয়াসাত-উল-হক, শুভ দ্বীপ, আশরাফি আক্তার আশা ও শাহজাহান সরকার।