খবরবাড়ি ডেস্কঃ মহান আল্লাহ তা’আলাকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্যদানকারী কথিত ‘বাউল শিল্পী’ আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে গাইবান্ধায় বিােভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদজুমা গাইবান্ধা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা।
এ মানববন্ধনে বক্তারা আবুল সরকারের প্রকাশ্য ফাঁসি এবং সকল ধর্ম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তির বিধান বাস্তবায়নের জোর দাবী জানান।
বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অপকর্মকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। কর্মসূচিতে নানা শ্রেণিপেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়।