খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নাজিম মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম মিয়ার বাড়ি জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামে।
স্থানীয়রা জানায়, এদিন বিকেলে জেলার সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নাজিম। পথে নারায়নপুর বাজার এলাকায় সাদুল্লাপুরগামী একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন নাজিম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিম মিয়াকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল জানান, দুর্ঘটনার পর পরই ডাম্প ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটির সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.