খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধায় রোববার (২৮ ডিসেম্বর) থেকে জুনিয়র বৃত্তি এবং ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৪ হাজার ৯শ’ ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষায় অনপুস্থিত ছিল ২০১ জন পরীক্ষার্থী। এতে কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি। জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গাইবান্ধা সদরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও উপকেন্দ্র হিসেবে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলো ৯শ’ ৯৪ জন। এতে অনুপস্থিত ছিলে ২৫ জন পরীক্ষার্থী। সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ ১০ জন পরীক্ষার্থী। এতে অনুপস্থিত ৩০ জন। পলাশবাড়ী এস.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬শ’ জন পরীার্থী তার মধ্যে অনুপস্থিত ৩১ জন। ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২শ’ ৭০ জন। অনুপস্থিত ছিল ২১ জন। সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৭শ’ ৯৬ জন পরীার্থী তার মধ্যে অনুপস্থিত ২০ জন। সাঘাটার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে মোট ৫শ’ ৬৩ জন পরীার্থী। অনুপস্থিত ২১ জন পরীক্ষার্থী ও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১শ’ ৫৩ জন পরীক্ষার্থী তার মধ্যে অনুপস্থিত ৫৩ জন।
এদিকে; পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার পাশাপাশি শিক্ষা কর্মকর্তারাও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.