খবরবাড়ি ডেস্কঃ “দক্ষতা নিয়ে যাবো বিদেশ-রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও সিরিন আকতারের সঞ্চালায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে আরো বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ শামসুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মো. আমজাদ হোসেন, গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের সহকারি সমন্বয়কারী জয়া প্রসাদসহ অন্যান্যরা।
আলোচনা সভার পরে জেলার ১জন প্রবাসীর কন্যাকে শিক্ষাবৃত্তি, ৪জন প্রতিবন্ধী, ৫জন বিদেশগামী প্রবাসীদের মাঝে চেক বিতরণ করা হয়। সেইসাথে নারী ও পুরুষসহ ৫জন সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী গাইবান্ধা শহরের পৌরপার্কে মেলার আয়োজন করা হয়েছে। মেলার বিভিন্ন স্টলে অভিবাসন সংক্রান্ত বিষয়ে সেবা প্রদান করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.