খবরবাড়ি ডেস্কঃ ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫ পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা সমাজসেবা উপ-পরিচালকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওইস্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক ইমাম হাসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামসহ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে ১৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, টয়লেট চেয়ার, স্মার্ট সাদা ছড়ি এবং এলবো ক্রাচ বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান তারা।