খবরবাড়ি ডেস্কঃ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা গাইবান্ধার উদ্যোগে আর্ত মানবতার সেবায় শীতার্ত মানুষের মাঝে ৫’শ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা কার্যালয়ে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন শাখা এফএডিপি-ব্যবস্থাপক এ.এস.এম রবিউল ইসলাম। এসময় ব্যাংকের এসপিও-অপারেশন ম্যানেজার শাহাদাত হোসেন, এসপিও-বিনিয়োগ ইনচার্জ মো. রায়হান মন্ডল ও এসপিও-জিপি ইনচার্জ মো. ইয়াছিন আলম ছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি অন্যান্য বছরের ন্যায় এবারও সমাজের চিহ্নিত সুবিধা বঞ্চিত, দুঃস্থ-অসহায়, এতিম, মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও অবহেলিতদের মাঝে ৫’শ পিস কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.