1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘সততা-নৈতিকতা এবং মূল্যবোধ অবক্ষয়ে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা-পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সাঘাটার উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল-এর ইন্তেকাল তফসিল ঘোষণার পর তারাগঞ্জে আচরণবিধি কার্যকরে প্রশাসনের অভিযান অনিয়মের নিদর্শন পীরগঞ্জের হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণ,আইনের চোখে অপরাধ, ঝুঁকিতে ভবিষ্যৎ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে আজও বদলায়নি বাঁশ! পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

অনিয়মের নিদর্শন পীরগঞ্জের হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণ,আইনের চোখে অপরাধ, ঝুঁকিতে ভবিষ্যৎ।

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নে হাজীপুর মহাবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে যে অনিয়মের চিত্র উঠে এসেছে, তা শুধু প্রশাসনিক গাফিলতি নয় বরং এটি সরাসরি একাধিক আইন লঙ্ঘনের শামিল। সরকারি অর্থায়নে নির্মিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন যদি শুরু থেকেই মানহীন উপকরণ ও দায়িত্বহীন তদারকির মাধ্যমে গড়ে ওঠে, তবে সেটি জনস্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়।

সরেজমিনে দেখা যায়, নির্মাণকাজে ব্যবহৃত বালুতে উল্লেখযোগ্য পরিমাণ জৈব পদার্থ রয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, পার্শ্ববর্তী ঈদগাহ ময়দান সংলগ্ন ‘ছোট পুকুর’ নামক একটি পুকুর থেকে অনুমতি ছাড়াই বালু উত্তোলন করে তা ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে। এই কাজটি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সরাসরি লঙ্ঘন। আইনটির ৪ ধারায় বলা হয়েছে, সরকার নির্ধারিত এলাকা ছাড়া কোথাও বালু উত্তোলন করা যাবে না এবং ১৫ ধারায় অবৈধ উত্তোলনের জন্য জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

এছাড়া, নির্মাণসামগ্রীর মান সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) অনুযায়ী ভিত্তি নির্মাণে ব্যবহৃত বালু অবশ্যই পরিষ্কার, পরীক্ষিত ও জৈব পদার্থমুক্ত হতে হবে। জৈব পদার্থযুক্ত বালু ভবনের কাঠামোগত শক্তি কমিয়ে দেয়, যা ভবিষ্যতে ফাটল, ধস কিংবা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের অবহেলা ভবিষ্যৎ প্রজন্মের জীবনের সঙ্গে সরাসরি খেলার শামিল।

অভিযোগ উঠেছে, হাজীপুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আরা মুক্তি এবং উপসহকারী প্রকৌশলী অলক রায়ের নির্বিকার ভূমিকার সুযোগ নিয়ে মিস্ত্রি ফরমান আলী দায়সারাভাবে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। সরকারি প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই নিষ্ক্রিয়তা দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬৬ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে, যেখানে সরকারি কর্মচারীর দায়িত্বে অবহেলা বা আইন অমান্য করার বিষয়ে শাস্তির বিধান রয়েছে। পাশাপাশি, যোগসাজশ ও অসদাচরণের প্রমাণ মিললে এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর আওতায় তদন্তযোগ্য অপরাধ।

ভাষ্য নেওয়ার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, যা জবাবদিহিতার অভাবকেই স্পষ্ট করে। অপরদিকে, নির্মাণকাজে যুক্ত মিস্ত্রি ফরমান আলীর উদ্ধত মন্তব্য,“নিউজ করেন, নিউজ করলে আমার পাবলিসিটি হবে”। যা প্রকল্প বাস্তবায়নে দায়িত্ববোধের চরম অভাবেরই প্রতিফলন।

সরকারি অর্থে নির্মিত কোনো প্রকল্পে এ ধরনের অনিয়ম সরকারি অর্থ অপচয় প্রতিরোধ আইন ও সরকারি ক্রয় বিধিমালা (PPR)–এর মূল চেতনারও পরিপন্থী। প্রশ্ন উঠছে—যদি ভবিষ্যতে এই ভবনে কোনো দুর্ঘটনা ঘটে, তবে তার দায়ভার কে নেবে?

এই প্রেক্ষাপটে স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED) ও সংশ্লিষ্ট দপ্তরের অবিলম্বে হস্তক্ষেপ অত্যন্ত জরুরি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে, হাজীপুর মহাবিদ্যালয়ের এই ভবন অনিয়মের এক স্থায়ী স্মারক হয়ে থাকবে আর ঝুঁকির মুখে পড়বে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft