খবরবাড়ি ডেস্কঃ আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) বেলা ২ টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সরোওয়ার্দী উদ্যান সিপিবি’র জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এবং সারাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিপিবি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান গাইবান্ধার পলাশবাড়ীতে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পলাশবাড়ী চৌমাথা মোড় আন্ডারপাস স্থলে এক পথ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি উপজেলার মেরীরহাট শাখার প্রবীণ কমিউনিস্ট নেতা আব্বাস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আমিনুল ইসলাম ফরিদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক নেতা কমরেড কাজী রুহুল আমিন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়েদুল ইসলাম সাজু মাস্টার, সহকারি সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ইমদাদুল হক মিলন ও মেরীরহাটের কৃষক নেতা আব্দুল মজিদসহ অন্যান্যরা। এসময় সিপিবি’র বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন সিপিবি পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু।