খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ চলতি আমন মৌসুমে মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান ও স্থানীয় চালকল থেকে চাল সংগ্রহের কার্যক্রম শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা শহরের কলোনী মোড়ে অবস্থিত খাদ্য গুদামের জন্য চলমান আমন মৌসুমে মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষক কাছ থেকে ১৪৬ মেট্রিক টন শুকনো ধান ও উপজেলা শহরের বিভিন্ন চালকল থেকে ১৬০০ মেট্রিক টন চালসহ সর্বমোট ১৭৪৬ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহে কার্যক্রম পরিচালনা করবে।
এবারের আমন মৌসুমে প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে কেজি প্রতি ৩৪ টাকা দরে ধান ও চালকল থেকে ৫০ কেজি দরে সিদ্ধ,৪৯ টাকা দরে আতব চাল ক্রয় করছে খাদ্য গুদাম কর্তৃপ।
কৃষকের কাছ থেকে ধান ও স্থানীয় চালকল থেকে চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ অনিক ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আফান আলী, ওসি এলএসডি শীহাবুন সাকিব, নলাডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম, স্থানীয় অটো চালকল মালিক সিরাজুল ইসলাম মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।