খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া তফেজান নেছা দাখিল মাদ্রাসা মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রংপুর হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টারের উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অধ্যাপক ডা. মইনুল সাদিক-এর সৌজন্যে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া তফেজান নেছা দাখিল মাদ্রাসা মাঠে এ ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রী মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসা প্রদান সেবা করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এছাড়াও রংপুর হাইপারটেনশন এন্ড রিসার্স সেন্টারের উদ্যোগে ৪০ সদস্যের একটি টিম ৪শ’ ৭১ জন রোগীকে বিনামূল্যে ওষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উপজেলা ধাপেরহাট ও ইদিলপুর ইউনিয়নের বিএনপির আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী মো. আমজাদ হোসেন, জেলা জিয়া পরিষদ যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রামানিক, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম হুদা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় লোকজন।