শহিদুল হক, সাদুল্লাপুরঃ গাইবান্ধার সাদুল্লাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহমুুল হাসান এবং গীতা পাঠ করেন বিকাশ চন্দ্র। পরে প্রধান উপদেষ্টার বাণী পাঠ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় মতবিনিময় স্থানীয় সফল উদ্যোক্তা জরিপ শেখ ও সাদেকুল ইসলামের সাফল্যের কাহিনী উপস্থাপন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ তাজউদ্দীন খন্দকার, ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহিল কাফি, সাদুল্লাপুর প্রেস কাব সভাপতি তাজুল ইসলাম রেজা, রিপোর্টার্স কাবের সভাপতি শহিদুল ইসলাম, প্রেস কাব সাদুল্লাপুরের সভাপতি নেয়ামুল হাসান পামেল ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, প্রাণিসম্পদ কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
মেলায় ৩০টিরও বেশি স্টল অংশগ্রহণ নেয়। স্টলগুলোতে গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, নতুন প্রযুক্তি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, উন্নত জাতের পশু ও আধুনিক খামার ব্যবস্থাপনা প্রদর্শন করা হয়। মেলায় স্থানীয় খামারিদের উপস্থিতি, নতুন উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শনী প্রাণী সম্পদ খাতকে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।