খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বাড়িতে গরু চুরি করার সময় ইউপি সদস্য রনজু মিয়াকে (৪০) আটক করে স্থানীয়রা। সেইসাথে চোর সন্দেহে সবুজ মিয়াকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে গ্রেফতার ওই চোরদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত রনজু মিয়া ইদিলপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ধাপেরহাট ইউনিয়নের ছাইগাড়ী-ইসলামপুর গ্রামের ওমর ফারুক মিয়ার বাড়িতে রনজু মিয়া গরু চুরির চেষ্টা করেন। এরইমধ্যে টের পেয়ে তাকে আটক করে গলধোলাই দেওয়া হয়। এরপর পাশের শাহ আজগর আলী ডিগ্রি কলেজ সংলগ্ন স্থান থেকে চোর সন্দেহে এলাকাবাসী সবুজ মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। তখন ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করেন।
সাদুল্লাপুর থানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপপুলিশ পরিদর্শক (এসআই) সুপদ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই গরুচোর রনজুকে গ্রেফতারসহ সবুজ মিয়াকে চোর সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদলতে সোপর্দ করা হয়। ইতোপূর্বেও ইউপি সদস্য রনজু মিয়ার নামে একাধিক চুরি মামলা রয়েছে।