খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে জাসাস-এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড (ঝাউলার বাজার) এলাকায় এ কার্যালয় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির নির্যাতিত যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন জাসাস-এর সভাপতি লালন মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে গাইবান্ধা জেলা জাসাস আহবায়ক বজলুর করিম রপু, সাদুল্লাপুর জাসাস সভাপতি মাছুদ মিয়া, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মন্ডল পান্না, সাংগঠনিক সম্পাদক লাভলু ব্যাপারী ছাড়াও জাসাস এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.