খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর সমস্যা এবং উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের আয়োজনে শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পৌর শহরের আল- রোমান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল মাজেদ মিয়া। সভায় পলাশবাড়ীর সমস্যা ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মুখ্য আলোচক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মাহমুদা চৌধুরী, নবীউল ইসলাম, প্রভাষক মোখলেছুর রহমান, জাহিদ হাসান, শিক্ষক সাবিনা ইয়াসমিন, মুসা কালিমুল্লাহ্, রফিকুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, মিজানুর রহমান মিজান ও হারুনার রশিদ প্রমুখ।