খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি হাইস্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার। সভায় প্রধান বক্তা ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও এইচএম সোলায়মান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি জসীমউদ্দীন, কৃষকদলের আহ্বায়ক গোলজার রহমান ও সদস্য সচিব আজাদুল ইসলামসহ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে তৃণমূল থেকে নিরলস প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।
উনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.