খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী অভিযানে ১০২ বোতল রেক্টিফাইট স্পিরিটসহ মাদককারী রহেদ ওরফে অহেদকে (৩৯) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিধপ্তরের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম ফুলছড়ি উপজেলার বালাসী পেরিঘাট টার্মিনাল-এর দক্ষিণপার্শ্বে পাকা রাস্তা নয়নের অটো গ্যারেজের সামনে মাদকবিরোধী তল্লাসী অভিযান পরিচালনা করা হয়। এসময় রহেদের নিকট থেকে ১০২ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। রহেদ ওই এলাকার মৃত বাবর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ওই মাদক কারবারীর বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।