খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে। পৃথক দুটি স্থানে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে ফুলছড়ি থানা পুলিশ।
পুলিশ জানায়, রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের ফুলছড়ি বাজার থেকে মকবুল হোসেন (৬০) ও উদাখালী মাদ্রাসা বাজার এলাকা থেকে উরফি মিয়া (৪০)-কে আটক করা হয়। মকবুল হোসেন গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উরফি মিয়া উদাখালী ইউনিয়নের ০৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে পুলিশ জানায়।
ফুলছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে দুইজনকেই গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাদের আটক হওয়ার কারণ ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে থানা পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.