খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী আহসানুল হক স্বাধীনের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ফুলছড়ি উপজেলার কালীর বাজারের বটতলা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ ঘুরে আবার ওইস্থানে এসে শেষ হয়। এতে উপজেলা পর্যায়ের এনসিপি এবং শ্রমিক উইংয়ের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা এনসিপির সদস্য শাকিল আহমেদ, গাইবান্ধা জেলা শ্রমিক উইংয়ের যুগ্ম সমন্বয়কারী মিম হাসান এবং উপজেলা সদস্য সাইফুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, আহসানুল হক স্বাধীনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা দ্রুত তাঁর পদ পুনর্বহালের দাবী জানান। তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং কোনো যাচাই-বাছাই ছাড়াই পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।