সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নবগঠিত প্রেসক্লাব পীরগঞ্জের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহীদ আবু ইসাহাক সড়কে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম রব্বানী (দৈনিক নওরোজ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস. আর. মানিক (দৈনিক বাংলাদেশের খবর/দৈনিক গণমুক্তি)।
সভায় পীরগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা,এর মাধ্যমে সমাজের সত্য, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। প্রেসক্লাব পীরগঞ্জের নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি আবু সালেহ মোহাম্মদ সিহাব (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সম্পাদক পদে রয়েছেন কায়সার রেজা লাবণ্য (দৈনিক অপরাধ কণ্ঠ) ও সাকিব আহসান ( সকালের শিরোনাম) কোষাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক মোহাজারুল ইসলাম (ঠাকুরগাঁও সংবাদ), সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান (দৈনিক চাঁদনি বাজার) এবং মানবাধিকার ও মহিলা বিষয়ক সম্পাদক নাহিদ পারভিন রিপা (মুক্ত ভাষা)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম (বাংলা বায়ান্নো), আসাদ (মায়া বাজার), রিপন আলী (দৈনিক ঘোষণা), হৃদয় ইসলাম (ঢাকা নিউজ এক্সপ্রেস), রফিকুল ইসলাম একুশ (প্রিমিয়াম নিউজ টোয়েন্টিফোর) এবং আমজাদ হোসেন লিটন (প্রান্তিক খবর)।
সভায় বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রেসক্লাব পীরগঞ্জ হবে স্বাধীন সাংবাদিকতার আদর্শ প্ল্যাটফর্ম। নতুন নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, তথ্য অধিকার আইন বাস্তবায়ন, এবং স্থানীয় উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
নবনির্বাচিত সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক এস. আর. মানিক যৌথভাবে বলেন, “আমরা চাই প্রেসক্লাব পীরগঞ্জ হবে সাংবাদিকদের ঐক্যের ঘর ও জনস্বার্থ রক্ষার অগ্রভাগের প্রতিষ্ঠান।”
নতুন কমিটির প্রতি পীরগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।