সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
চতুর্থ ঠাকুরগাঁও জেলা রোভার মুট ২০২৫–কে সফল করার অঙ্গীকার নিয়ে
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে চতুর্থ জেলা রোভার মুট ২০২৫–কে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা জুড়ে কলেজগুলোকে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করতে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিট একটি প্রস্তুতিমূলক র্যালি আয়োজন করে। বুধবার কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে রোভার সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি রোভার আন্দোলনের ইতিবাচক ভূমিকা তুলে ধরে অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এই র্যালির নেতৃত্ব দেন শিক্ষক ও সহকারী কমিশনার (রোভার), জেলা রোভার স্কাউটের অভিজ্ঞ নেতা মো. বাকাউল হক জিলানী রিংকু চৌধুরী। তাঁর নেতৃত্বে তিনটি স্বতন্ত্র দল (প্রতিটি আট সদস্য বিশিষ্ট)পীরগঞ্জ উপজেলা পর্যায়ে কলেজভিত্তিক রোভারদের সংগঠিত ও প্রস্তুত করতে মাঠ পর্যায়ে কাজ চালিয়ে যাচ্ছে।
রোভার মুট ২০২৫ এর এবারের ভেন্যু নির্ধারিত হয়েছে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজে। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে জেলার কলেজগুলোতে প্রস্তুতির উচ্ছ্বাস ইতোমধ্যেই দৃশ্যমান। ক্যাম্পিং, নেতৃত্ব বিকাশ, দলগত কাজ, সামাজিক দায়িত্ববোধ এসব বিষয়কে কেন্দ্র করে রোভারদের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করবে।
র্যালি ও প্রস্তুতিমূলক কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমগ্র ঠাকুরগাঁও জেলার কলেজগুলোকে ঐক্যবদ্ধ করা এবং সফলভাবে চতুর্থ জেলা রোভার মুটকে বাস্তবে রূপ দেওয়া। পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিট সেই প্রস্তুতির প্রথম সারিতে দাঁড়িয়েছে—যা জেলার রোভার আন্দোলনে একটি শক্তিশালী উদাহরণ।
রোভার স্কাউটিংয়ের মূল বার্তা সেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতা। মুট ২০২৫ শুধু একটি অনুষ্ঠান নয়; এটি তরুণ স্কাউটদের জন্য একটি পরিবর্তনমুখী অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ নেতৃত্বগণ তৈরির এক সমৃদ্ধ প্ল্যাটফর্ম।