সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নবগঠিত “পীরগঞ্জ থানা প্রেসক্লাব” পেয়েছে নতুন নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বিজয় টিভির ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টুকে সভাপতি ও দৈনিক দেশ বুলেটিনের পীরগঞ্জ প্রতিনিধি মাহফুজুল হক হিরাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সাংবাদিকদের উপস্থিতিতে গঠন করা এই কমিটিতে স্থান পেয়েছেন বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা। নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির রুবেল (সবার সংবাদ টোয়েন্টিফোর), যুগ্ম সম্পাদক মাসুম আলম নবাব (সাপ্তাহিক প্রান্তকথা), কোষাধ্যক্ষ ফরিদ হোসেন মাসুম (টাঙ্গন নিউজ) এবং সাংগঠনিক ও দপ্তর সম্পাদক খায়রুল হাসান (দেশ সারাদিন)।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন আরিফ হোসেন (পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস), মো. নুরুজ্জামান (স্বাধীন মত), মহসিনা বেগম (ঢাকা নিউজ এক্সপ্রেস), সাদ্দাম হোসেন (পীরগঞ্জ প্রতিদিন), কামরুল হাসান (সাপ্তাহিক প্রান্তকথা), সকিনা রহমান লাকি (দৈনিক প্রথম সূর্যদয়), আনিসুর রহমান (জনবাণী), মাসুদ রানা (নব চেতনা) ও মাহবুর রহমান (পীরগঞ্জের খবর)।
নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ উপলক্ষে সভায় উপস্থিত সাংবাদিকরা আশা প্রকাশ করেন—নবগঠিত এই কমিটি পীরগঞ্জের সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ, পেশাদার ও ন্যায়ের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবে। স্থানীয় সংবাদ সংগ্রহ, তথ্যপ্রবাহ ও সাংবাদিকদের নৈতিক সুরক্ষা নিশ্চিত করতে কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মামুনুর রশিদ মিন্টু বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজের দর্পণ। পীরগঞ্জের প্রতিটি ইতিবাচক পরিবর্তনে আমরা সক্রিয় অংশীদার হতে চাই।” সাধারণ সম্পাদক মাহফুজুল হক হিরা বলেন, “আমাদের লক্ষ্য হবে পেশাগত মর্যাদা রক্ষা, সাংবাদিকদের একক মঞ্চ তৈরি ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশ গড়ে তোলা।”
কমিটি গঠনের পর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সম্পাদকসহ সমগ্র কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানানো হয়। পীরগঞ্জের গণমাধ্যম অঙ্গনে নতুন এই কমিটিকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে।