সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কলেজ বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। সোমবার সকাল নয়টার দিকে পীরগঞ্জ পৌরশহরের মাছের বাজারে দেখা যায়, সাধারণ মাছের সঙ্গে বিক্রি হচ্ছে এই বিদেশি আগ্রাসী প্রজাতির মাছ। অনুসন্ধানে গেলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাছ ব্যবসায়ী প্রতিবেদককে জানান, পিরানহা বিক্রির সঙ্গে স্থানীয় দুই ব্যবসায়ী যথাক্রমে হায়দার ও এনতার নাম জড়িত।
সরকার ২০০৮ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পিরানহা প্রজাতির মাছের চাষ, পোনা উৎপাদন, বিক্রয়, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। এই নিষেধাজ্ঞা “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” এবং “বাংলাদেশ মৎস্য অধ্যাদেশ, ১৯৮৩”-এর আওতায় কার্যকর। উক্ত আইনের ধারা অনুযায়ী, কেউ যদি নিষিদ্ধ মাছ উৎপাদন, বিক্রয় বা বিপণনের সঙ্গে যুক্ত থাকে, তবে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
পিরানহা দক্ষিণ আমেরিকার আমাজন নদীর আগ্রাসী প্রজাতি, যা একবার উন্মুক্ত জলাশয়ে প্রবেশ করলে স্থানীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য ধ্বংস করে দিতে পারে। এর আক্রমণাত্মক স্বভাব ও দ্রুত বংশবৃদ্ধি ক্ষমতা স্থানীয় প্রজাতিগুলোর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই সরকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় একে “জীববৈচিত্র্য ধ্বংসকারী প্রজাতি” হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।