সাকিব আহসান,পীরগঞ্জ ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে “বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই)” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে গ্রাম আদালতের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ মোট ২৪ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সহকারী ভূমি কর্মকর্তা এন. এম. ইশফাকুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির অগ্রগতি, ইউনিয়ন পরিষদ পর্যায়ের ডিএমআইই রিপোর্ট প্রস্তুত ও জমাদান প্রক্রিয়া, ত্রৈমাসিক অগ্রগতি মূল্যায়ন এবং মাঠপর্যায়ে সেবার গুণগত মান উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে রিপোর্ট প্রস্তুতির পদ্ধতিও শেখানো হয়, যাতে ইউনিয়ন পরিষদগুলো ভবিষ্যতে সঠিক ও মানসম্মতভাবে তথ্য উপস্থাপন করতে পারে।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত হচ্ছে ন্যায়বিচারের প্রাথমিক ধাপ, যেখানে স্থানীয় পর্যায়ে দ্রুত, কম খরচে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিরোধ নিষ্পত্তি সম্ভব হয়। তাই গ্রাম আদালতের কার্যক্রমে দক্ষতা, নিয়মিত পরিদর্শন ও তথ্যভিত্তিক মূল্যায়ন অত্যন্ত জরুরি। ডিএমআইই প্রশিক্ষণ এই প্রক্রিয়াকে আরও প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক করবে বলে মত দেন উপস্থিত কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান তাঁর সমাপনী বক্তব্যে বলেন, “গ্রাম আদালতকে জনগণের আস্থার জায়গায় রূপ দিতে হলে সঠিক তথ্য, নিয়মিত রিপোর্টিং এবং আন্তরিক মনোভাবের বিকল্প নেই।” তিনি অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের অর্জিত জ্ঞান নিজ নিজ ইউনিয়নে বাস্তবায়নের আহ্বান জানান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করা হয়।