আমিরুল ইসলাম কবির,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী এম.এ সামাদ কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলেজের এক প্রভাষক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানানো হয়, অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলাম শিক্ষকমণ্ডলীকে কোনো প্রকার অবহিত না করে, সভা আহ্বান না করেই নিজের পছন্দের তিনজন শিক্ষককে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত দেখিয়ে ম্যানেজিং কমিটি গঠন করেন। গণতান্ত্রিক পদ্ধতি, স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় শিক্ষক মহলে গভীর ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শিক্ষক প্রতিনিধি নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও ভোট, সম্মতি বা আলোচনা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রতিষ্ঠানের নীতিমালা ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার পরিপন্থী। শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল ক্ষেত্রে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত শিক্ষক সমাজের অধিকারকে ক্ষুণ্ন করে বলেও এতে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী শিক্ষকদের পক্ষে সাচিবিক বিদ্যা বিষয়ের প্রভাষক মো. রুহুল আমিন মন্ডল অভিযোগপত্রে স্বচ্ছ তদন্ত, নিয়ম অনুসারে শিক্ষক প্রতিনিধি নির্বাচন এবং প্রয়োজন হলে পুনরায় শিক্ষক সভা আহ্বান করে গণতান্ত্রিকভাবে প্রতিনিধি নির্বাচন করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মো. ছিদ্দিকুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করেন। তিনি জানান, নিয়ম মেনে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করা হয়েছে।