খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’-এর কার্যনির্বাহী পরিষদের জরুরী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ৮টায় পলাশবাড়ী পৌরশহরের এএএসবিপি মহিলা ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো.শাহীদুর রহমান চৌধুরী গোলাপ-এঁর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি ড. মো. তানজিউল ইসলাম জীবন, প্রফেসর (অব.) মো.বদিউজ্জামান সরকার, প্রভাষক নবীউল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লা, আব্দুল মতিন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুরুজ হক লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য নওশীর হারুন ইঞ্জিল ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উন্নয়নে পিছিয়ে পড়া পলাশবাড়ীর নাগরিক সেবাসহ জনগুরুত্বপূর্ণ অগ্রাধিকার উন্নয়ন বাস্তবায়নের স্বার্থে যথাক্রমে সার্বজনীন জনস্বার্থে বিলবোর্ড তৈরী ও সাঁটানো, পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন তথা বিভিন্ন দপ্তরের সাথে পলাশবাড়ীর উন্নয়ন তরান্বিতকরণ বিষয়ক মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়। সার্বিক নাগরিক সেবার উন্নয়ন এবং সামগ্রিক জবাবদিহিতা নিশ্চিত করতে অনুষ্ঠিত সভায় পূর্বগঠিত পূর্ণাঙ্গ কমিটির কলেবর বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির পরিধি বাড়িয়ে ১০১ সদস্যে উন্নীত করা হয়। এসময় সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের যথাযথ বাস্তবায়ন ছাড়াও বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।