খবরবাড়ি ডেস্কঃ “সমবায় শক্তি-সমবায় মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের চেয়ারম্যান নবীউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিরেক্টর কাল্ব ‘ক’ অঞ্চল মো. জিল্লুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাল্ব গাইবান্ধা জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল, সাদুল্লাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান রুহুল আমিন গোলাপ, সাঘাটার চেয়ারম্যান মাছুদার রহমান প্রধান, সুন্দরগঞ্জের চেয়ারম্যান বিদ্যুৎ কুমার দেবর্সমা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ভাইস-চেয়ারম্যান পলাশ কবিব, ট্রেজারার আরশাদ আলী, ডিরেক্টর শাহনাজ বেগম ও ব্যবস্থাপক রাজু আখতার প্রমুখ। বার্ষিক সাধারণ সভার শুরুতেই বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর চেয়ারম্যান নবীউল ইসলাম। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডিরেক্টর মুনছুর আলী।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ক্রেডিট ইউনিয়নের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য ১ মিনিট যার যার ধর্মমতে নিরবে প্রার্থনা করা হয়। শেষে ক্রেডিট ইউনিয়নের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.