খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচীর আওতায় উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার দুঃস্থ নারীদের মাঝে এসব চাল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, ট্যাগ অফিসার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মামুন অর রশীদ, হিসাব সহকারি-কাম-কম্পিউটার অপারেটর মাহেদুল ইসলাম, চেয়ারম্যানের প্রতিনিধি হেলাল মিয়া, ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; উপজেলার হোসেনপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র ২৬৬ জন উপকারভোগীদের মধ্যে ২৪৫ জনের মাঝে ৩০ কেজি করে ৪ মাসের একত্রে মোট ১২০ কেজি চাল বিতরণ করা হয়।