খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে নারী কর্মী সমাবেশ ও নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার পবনাপুর ইউনিয়ন তাঁতীদলের আয়োজনে স্থানীয় ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান হিরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ধানের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা, বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ ও জেলা জিয়াউর সমাজকল্যাণ পরিষদ সভাপতি অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, আজাহার আলী, জেলা তাঁতীদল সদস্য সচিব আশরাফুল সরকার হাফিজার, উপজেলা বিএনপিন নেতা মোস্তাক আহম্মেদ, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিকুল ইসলাম, পবনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার আলী বাদশা, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আসাদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, ইউনিয়ন শ্রমিকদল আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব খন্দকার রতন, পবনাপুর ইউনিয়ন কৃষকদল আহ্বায়ক মিজানুর রহমান, কৃষকদল নেতা হাবিবুর রহমান, পবনাপুর ইউনিয়ন জিয়া পরিষদ নেতা শাহীন প্রধান, পবনাপুর সেচ্ছাসেবকদল নেতাশাহ আলম সরকার, তারিকুল খন্দকার রঞ্জু ও নাইচ প্রধান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা তাঁতীদল আহ্বায়ক মিলন সরকার ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক সরকার লুৎফর রহমান।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চনে গাইবান্ধা-০৩ সংসদীয় আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে বিপুল ভোটে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।