খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী-২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপ জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুকজামিরা দ্বি-মুখী বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মিলন মিয়া, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন এবং উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শনক (দায়িত্বপ্রাপ্ত) মোস্তাফিজার রহমানসহ অন্যান্যরা। সভাটির সঞ্চালনায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য নমুনা সংগ্রহকারী মো. হারুন রশীদ। শেষে মনোহরপুর ইউনিয়নের সাথী বেকারীতে বিভিন্ন কারণে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।