মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নদীর বাঁধ ভাঙ্গনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে তিনি ইউনিয়নের বিভিন্ন বাঁধ ভাঙ্গন প্রবণ এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শন কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি আরো বলেন, “ বাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে টেকসই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয়রা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।