মোঃ ফেরদাউছ মিয়া, পলাশবাড়ীঃ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় আলোচিত আসাদুল ইসলাম (মুন্সি) হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ নভেম্বর মঙ্গলবার সকালে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির একটি বিশেষ দল অভিযান চালিয়ে সোনাতলা গ্রাম থেকে হাবিবুর রহমান (৩০) কে আটক করে। তিনি আমবাড়ি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
ধাপেরহাট ফাঁড়িতে নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে ৭নং ইদিলপুর ইউনিয়নের ৩২ মাইল এলাকা থেকে আসাদুল ইসলাম (মুন্সি)-এর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন মামলার অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
নিহত আসাদুল পলাশবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের সুইগ্রামের বাসিন্দা হলেও শ্বশুরবাড়ি সাদুল্যাপুরের সোনাতলা গ্রামেই বসবাস করতেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য সন্দেহভাজনদেরও শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুতই মামলার রহস্য উদঘাটনের আশা করা হচ্ছে।