খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সিজার অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে চরম অনিয়মের ঘটনায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের কারণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত অ্যানেসথেসিয়া চিকিৎসক অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় ক্লিনিকের মালিক গাইনি চিকিৎসক দ্বারাই রোগীকে অ্যানেসথেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। অভিযোগ আছে, ভুল ডোজ প্রয়োগের পরপরই রোগীর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে।
এ অবস্থায় রোগীকে সিজার অপারেশনের মাধ্যমে একটি পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতক সুস্থ থাকলেও অ্যানেসথেসিয়ার ডোজের তারতম্যের কারণে প্রসূতি রেখা বেগমের অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে। পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়ার পথে হাসপাতালের গেটে পৌঁছানোর আগেই সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত রেখা বেগম (বয়স আনুমানিক ২৫) পলাশবাড়ী উপজেলার ৪নং ইউনিয়নের রামপুর গ্রামের মাস্টারপাড়া এলাকার অটোরিকশা চালক লাবলু মিয়ার স্ত্রী।
ঘটনার পর জনসেবা ক্লিনিকের মালিক তাওহিদ রহমান ক্লিনিক বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কারও মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, তাওহিদ রহমানের মালিকানাধীন জনসেবা ক্লিনিক ছাড়াও নিউ লাইফ ক্লিনিক এবং নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে দীর্ঘদিন ধরে যথাযথ বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তাঁরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।