মনজুর কাদির মুকুল, পলাশবাড়ীঃ গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে এক প্রস্তুতিমূলক এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এঁর সভাপতিত্বে বুধবার ১৯ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিরতিহীন দুপুর দেড়টা পর্যন্ত পৃথক এ তিনটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, থানা পুলিশ, মোটর শ্রমিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সম্ভাব্য গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ পরিবেশে বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত এবং চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনাসহ আরো উন্নতিকল্পে সভায় যাঁর-যার অবস্থান থেকে তাঁদের দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.