মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী, গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডে নতুন সোলিং রাস্তা থেকে রাতের আঁধারে প্রায় ১০ হাজার ইট উধাও হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, রাইগ্রামের মোকছেদ আলীর বাড়ি থেকে শামসুলের বাড়ি হয়ে চালিতাদহ নজরুলের বাড়ি পর্যন্ত সম্প্রতি নির্মিত রাস্তার ইট লুট হচ্ছে সংগঠিতভাবে।
স্থানীয়রা বলছেন, মাত্র ছয় মাস আগে নির্মিত রাস্তার বিভিন্ন স্থানে ইট উধাও হতে শুরু করেছে। গভীর রাতে বা দিনের আলোতেও লোকজন ভ্যানগাড়ি নিয়ে এসে ইট তুলে নিচ্ছে। এতে উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং রাষ্ট্রীয় সম্পদের উচ্ছেদ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অত্র এলাকার এক বাসিন্দা বলেন, “এ যেন প্রকাশ্য ডাকাতি। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পুরো রাস্তার ইটই উধাও হয়ে যাবে।”
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম জানান, “ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন, না হলে অবশিষ্ট ইটও লুট হওয়ার আশঙ্কা রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.