খবরবাড়ি ডেস্কঃ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৬ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে পৌরশহরের সুইগ্রামে যুব উন্নয়নের প্রশিক্ষণে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি প্রশিক্ষক জয়নাল আবেদীন জিন্না। সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা বিদুৎ কুমার বিশ্বাস, আমিনুল ইসলাম ও পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ। এ প্রশিক্ষণে ৮০ জন দুঃস্থ যুব/মহিলা/পুরুষদের ৬ দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ দেয়া হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।