খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার মহাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ছাড়াও আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয় মাঠসহ মহদীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির বৈদেশিক ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ ছাড়াও জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা বেকার নারী ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাসহ শিক্ষিত নারী-যুবকদের বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে স্বাবলম্বী করতে চাই। কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ব্যবস্থা গ্রহণ করতে চাই। তাই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.