খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে স্থানীয় মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বাসদ সমন্বয়ক কমরেড আলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মহসীন রেজা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আদিল নান্নু’র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড গোলাম রব্বানী, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ মার্কসবাদী সদস্য ও বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার সমন্বয়ক সহকারি অধ্যাপক কাজী আবু রায়হান শফিউল্লাহ খোকন প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য কমরেড তাজুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের গাইবান্ধা জেলা নেতা কামরুল ইসলাম বসু নিয়া, মেরীরহাট কৃষক সমিতির বর্ষিয়ান নেতা শামসুল আলম, সিপিবি উপজেলার সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টারসহ অন্যান্যরা।