খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে পারিবারিক কলহের জেরে পিতা-মাতাকে হত্যার চেষ্টার অভিযোগে হাসানুর রহমান হাসু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসানুর রহমান প্রথমে তার বৃদ্ধ পিতার ওপর হামলা চালায়। এসময় তিনি পিতার গোপনাঙ্গে আঘাত করে গুরুতর জখম করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে মা–কেও গলা টিপে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
পিতা-মাতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করেন এবং বেপরোয়া ছেলেকে আটক করে থানায় খবর দেন। পরে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। আহত দম্পতিকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, “যে সন্তান পিতা-মাতার ওপর এমন নৃশংসতা চালাতে পারে, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
পলাশবাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এ হামলার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত পারিবারিক অস্থিরতার মধ্যে এই ঘটনা সমাজে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকে বলছেন, মানুষের মূল্যবোধ ও পারিবারিক বন্ধন ভেঙে পড়ার ভয়াবহ চিত্রই এই ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে।