খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর রবিবার সকাল ১০টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার।
সভায় বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন আহমেদ খান,সিনিয়র মৎস কর্মকর্তা আব্দুল আাহাদ লাজু,উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি ভুট্টাে,
১ নং কিশোরগাড়ী ইউ,পি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,
পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ গোলাম মোস্তাফা,আমলাগাছী ভূবন মহন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক
আব্দুল মাজেদ সরকার,মির্জাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা
আ,ন,ম জাহিদুল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা ও খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মশফিকুর রহমান মিলটন প্রমুখ।
বক্তারা নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং জনগণের দাপ্তরিক ভোগান্তি কমানোর বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
নবাগত জেলা প্রশাসক সকলের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং উন্নয়ন ও সেবায় সমন্বিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.