খবরবাড়ি ডেস্কঃ রংপুর থেকে প্রকাশিত জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক আমাদের প্রতিদিন তার অগ্রযাত্রার ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা রোড তিনমাথা মোড় এলাকায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি বায়েজিদ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা,মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ,দৈনিক সংগ্রাম উপজেলা সংবাদদাতা ফেরদাউছ মিয়া, দৈনিক মানবজমিন প্রতিনিধি সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মশফিকুর রহমান মিলটন,দৈনিক প্রথম খবর উপজেলা প্রতিনিধি মোঃআশরাফুল ইসলাম, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,যুবদল নেতা নিক্সন সরকার, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ শামিম রেজা, সাংবাদিক মাসুদ রানা, আরিয়ান রাকিব, ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, “দৈনিক আমাদের প্রতিদিন সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার যে ধারা অব্যাহত রেখেছে, তা পাঠকদের আস্থা অর্জন করেছে। আগামীতেও এই অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।” আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।