খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে পজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
অ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও-ইমোশনাল ডেভেলোপমেন্ট ইন বাংলাদেশ-এর আয়োজনে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নে কারিগরি সহযোগিতায় ছিল ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট (ব্র্যাক আইইডি)।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোশারফ হোসেন ও ব্র্যাক শিক্ষা কর্মসূচীর খেলার জগৎ-এর জেলা ব্যবস্থাপক মো. নাজমুল করিম শিমুল।
সভায় বক্তারা বলেন, ‘খেলার মাধ্যমে শিশুর সামগ্রিক বিকাশ নিশ্চিত করা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলার জগৎ মডেল শিশুদের প্রাথমিক শিক্ষা, সৃজনশীলতা, সামাজিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।’ পলাশবাড়ীতে পরিচালিত এই কর্মসূচির সাফল্য আরো সম্প্রসারণে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা। অভিজ্ঞতা বিনিময় সভায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ের কাজ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.