মাসুদ রানা,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
পলাশবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার মাঠে ছড়িয়ে–ছিটিয়ে আছে অসংখ্য খাল–বিল।
শরৎ এবং হেমন্তকালে জলাশয় গুলোতে রঙিন হয়ে উঠেছে কচুরি পানার সাদা–বেগুনি ফুলে। ফুটন্ত এসব ফুলে মুগ্ধ হচ্ছেন পথচারীরা। মনে হয়, প্রকৃতি যেন সাজিয়েছে নিজের নতুন রূপ। এই সৌন্দর্যের টানে শিশু–কিশোররাও ছুটে যাচ্ছে বিলের দিকে।
সরেজমিনে কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের একটি বিলে দেখা যায়—কচুরি পানা ফুলে রাঙা মনোরম দৃশ্য। ফুলের শুভ্রতা ও রঙ প্রকৃতির সাজে যোগ করেছে নতুন নান্দনিকতা। সেখানে বেশ কয়েকজন কিশোরকে দেখা যায়, মুগ্ধ হয়ে কচুরি পানার ফুল ছিঁড়ে নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, শুধু বেড়াডাঙ্গা গ্রামের বিল নয়, উপজেলার অন্যান্য প্রায় সকল খাল–বিল এখন কচুরি পানা ফুলে ভরপুর। পানির ওপর সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা ফুল দূর থেকে যেন সবুজ চাদরের ওপর বিছানো রঙিন ফুলের বিছানার মতো লাগে। এসব ফুটন্ত ফুল জলাশয়ের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।
বেড়াডাঙ্গা গ্রামে সৌন্দর্য উপভোগ করতে যাওয়া শিশু শিক্ষার্থী সাহিন, মামুন ও মিম জানায়, এই শরৎ ও হেমন্তের কচুরি পানার ফুল দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি। কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, মনে হচ্ছিল প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। পরে পানিতে নেমে কয়েকটা ফুলও তুলে নিয়েছি।”