মাসুদ রানা, পলাশবাড়ীঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে নাগরিক সমাজ সংগঠনের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী নাগরিক সমাজ সংগঠনের আয়োজনে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্র হলরুমে এ সভা অনুষ্ঠিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পলাশবাড়ী নাগরিক সমাজ সংগঠনের সদস্য সহকারি শিক্ষিকা তাহমিনা বেগম। টেকনিক্যাল কো-অডিনেটর মতিয়া বেগম মুক্তি’র সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত সভায় মানবাধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ, সামাজিক অসংগতি ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষভাবে অংশগ্রহণ করেন পলাশবাড়ী উপজেলা বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রধান অবসরপ্রাপ্ত শিক্ষক সাইদুর রহমান, এরিয়া কো-অর্ডিনেটর সাজেদুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটের পল্লী শ্রী দীপ্তি রানী ও সংগঠনের পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার আলোচনায় সমাজে মানবাধিকার সুরা,বাল্য বিবাহ প্রতিরোধে প্রচেষ্টা, সামাজিক অসংগতি দূরীকরণ, এবং নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের এইসব সমস্যার সমাধানে নাগরিক সমাজের প্রত্যেক সদস্যকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তারা আরো বলেন, মানবাধিকার রক্ষা ও সমাজের অগ্রগতির জন্য সম্মিলিত প্রচেষ্টাই মূল চাবিকাঠি।
এই সভাটি নাগরিক সমাজকে সমাজ উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করতে উৎসাহিত করেছে এবং সমাজের সমস্যা সমাধানে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.