খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ফজলুল হক মন্ডল (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গাইবান্ধা জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. শাহ আলম মন্ডল (অব.) ও এলজিইডি’র রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহারুল আলম মন্ডলের পিতা।
বার্ধক্যজনিত কারণে তিনি নানা জটিল অসুস্থতায় ভুগছিলেন।এরই এক পর্যায় মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ৫ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি,পরিবারের অন্যান্য সদস্য,পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও শুভা- কাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১৯ নভেম্বর) বাদ যোহর কাতুলী গ্রামের ঈদগাহ মাঠে বিপুলসংখ্যক মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মরহুমের জীবদ্দশার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাও. নজরুলইসলাম লেবু, উপজেলা জামায়াত আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পশ্চিম মির্জাপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আবু নোমান মো.জাহিদুল ইসলাম ও মরহুমের জামাতা রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সম্ভান্ত মুসলিম পরিবারের প্রবীণ ব্যক্তিত্বের মৃত্যুতে বিভিন্ন সংগঠন সমূহ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.