খবরবাড়ি ডেস্কঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রর্দশনী-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রাণিসস্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপ) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ অফিস চত্বরে আগাগী ২৬ (বুধবার) নভেম্বর হতে ২ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সেবাসপ্তাহ অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে উল্লেখযোগ্য স্টল সমূহ যেমন বিভিন্ন জাতের গাভী, বাছুর ষাঁড়, বকনা, দেশী জাতের ছাগল, ভেড়া, বিভিন্ন শৌখিন পাখি (কবুতর, বাজরিগার, লাভবার্ড, ঘুঘু প্রভৃতি), বিভিন্ন জাতের হাঁস-মুরগী (কোয়েল, টার্কি, চিনা হাঁস প্রভৃতি), বিভিন্ন প্রাণী প্রযুক্তি (সাইলেজ, হে, ইউ.এম.এস, মিল্কিং মেশিন, চপার মেশিন ইত্যাদি, বিভিন্ন উৎপাদিত দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি) ও বিভিন্ন উৎপাদিত মাংস প্রক্রিয়াজত পণ্য। প্রদর্শণীতে আগ্রহী খামারী/প্রতিষ্ঠান/উদ্যোক্তার অংশগ্রহণের নিমিত্তে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পলাশবাড়ীতে নাম অন্তর্ভুক্তির জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে- ০১৩২৪-২৮৯২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। অংশগ্রহণকারী খামারীদের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।