মোঃ শরিফুল ইসলাম,পলাশবাড়ীঃ
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ২নং হোসেনপুর ইউনিয়ন বিএনপি।
বুধবার সকাল ১১টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হালিমের নেতৃত্বে করিয়াটা গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ ও সালাম বিনিময় করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপির উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রার্থীর ব্যক্তিত্ব ও যোগ্যতা সম্পর্কে ভোটারদের অবহিত করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা কর্মসূচিতে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আয়তাল হক সরকার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর, কৃষকদল নেতা জাহাঙ্গীর, শরিফুল ও মৎস্যজীবী দল নেতা হাসানসহ যুবদল, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।