এম,এ শাহীন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে আট টার দিকে ফায়ার সার্ভিসের এক ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেন।
নিহত যুবকের নাঈম ইসলাম (২৫)। তার বাড়ি উপজেলার ইকরচালী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম মোঃ ছকমল হোসেন ও মায়ের নাম মোছাঃ নাজমা বেগম।
জানা গেছে, দীর্ঘ দিন থেকে মানসিক সমস্যায় ভুগছিলেন নাঈম ইসলাম। সবসময় বাড়িতেই থাকতো নাঈম। সোমবার বিকাল প্রায় তিন টার দিকে তার মা তাকে বাড়ির আশপাশে কোথাও খুঁজে না পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে আশপাশের লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌছান। পরে রাত প্রায় সাড়ে আট টার দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে তার পরিবারের হাতে হস্তান্তর করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.